রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ অক্টোবর ২০২৩ ১৩ : ৫৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ১৯৮৪–র ৩ এপ্রিল। সোভিয়েত ইন্টারকোসমস প্রোগ্রামের অংশ হিসেবে সয়ুজ টি ১১ মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতের একমাত্র মহাকাশচারী ইন্ডিয়ান এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা। তাঁর হাত ধরেই ভারতের মহাকাশ অভিযানের মুকুটে জুড়ে গিয়েছিল নতুন সাফল্যের পালক। তারপর দীর্ঘ প্রায় চার দশক রাকেশ চলে গিয়েছিলেন অন্তরালে। ভারতের চন্দ্রযান ৩ মিশনের হাত ধরে দীর্ঘ ‘নির্বাসন’ কাটিয়ে ফের আলোয় এসে দাঁড়িয়েছেন ভারতের মহাকাশ অভিযানের এই কিংবদন্তি। আর শুক্রবার তাঁর হাত দিয়েই কলকাতায় উদ্বোধন হল ভারতের প্রথম মহাকাশ সংগ্রহশালা ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স–এর। এদিন সকাল থেকেই ইএম বাইপাস সংলগ্ন বড়খোলা নেতাই নগরে ছিল উৎসুক মানুষজনের ভিড়, সংবাদ মাধ্যমের কর্মীদের তৎপরতা আর কয়েকশো স্কুল–কলেজ পড়ুয়ার আনাগোনা। ৩৭ হাজার বর্গফুট জমির একাংশে গড়ে উঠেছে আইসিএসপি–র বিরাট পাঁচতলা বাড়ি। যার একতলাটা হয়ে উঠেছে মহাকাশ সংগ্রহশালা। কী নেই সেখানে? চাঁদের মাটি, মঙ্গলের কাঁকড়, উল্কাখণ্ড, অ্যাপেলো ১১–এর রেপ্লিকা, টেলিস্কোপ, গ্রহাণুর ধ্বংসাবশেষ..। মূল অনুষ্ঠান শুরুর আগে সংগ্রহশালাটি ঘুরে দেখেন রাকেশ শর্মা। সঙ্গে ছিলেন আইসিএসপি–র ডিরেক্টর ড. সন্দীপ চক্রবর্তী, মন্ত্রী ব্রাত্য বসু প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে রাকেশ শর্মা মঞ্চে উঠতেই প্রেক্ষাগৃহ ফেটে পড়ে হাততালিতে। বললেন, মহাকাশ গবেষণায় ভারতের এই উন্নতি তাঁকে আপ্লুত করেছে। এই বিশাল ব্রহ্মান্ড সম্পর্কে নতুন প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দিতে এ ধরণের সংগ্রহশালার কোনও বিকল্প নেই। কারণ, যত দিন যাবে মহাকাশ সম্পর্কে আগ্রহ ততই বাড়বে। তাঁর ভবিষ্যতবাণী, আগামীতে ভারত মহাকাশ বিজ্ঞানের দুনিয়ার অন্যতম চালিকাশক্তি হয়ে আত্মপ্রকাশ করবে। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে ক্যালিফর্নিয়া থেকে উপস্থিত ছিলেন নাসার মহাকাশচারী ড. জন গ্রুয়েন্সফেল্ড। বললেন, মহাকাশ বিজ্ঞানে ভারতের অগ্রগতি তাঁকে বিস্মিত করছে। ভার্চুয়াল মাধ্যমেই উপস্থিত ছিলেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানী ড. পি লেরেন্টও। ব্রাত্য বসু বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের ছেলেমেয়েদের মহাকাশ বিজ্ঞানে আগ্রহ বাড়াতে এধরণের উদ্যোগকে সবসময় সমর্থন করেন। এই সংস্থাটি গড়ে তোলার জন্য রাজ্য সরকার ৪০ লক্ষ টাকা অনুদান দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ইসরোর বিজ্ঞানী তথা চন্দ্রযান ৩ অভিযানে অন্যতম কারিগর ড. অনুজ নন্দী, ইসরোর প্রাক্তন ডিরেক্টর ড. এস সি চক্রবর্তী, প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, মুখ্য সচিব মণীশ জৈন প্রমুখ। আর পুরো অনুষ্ঠানটির সঙ্গে ওতোপ্রতোভাবে জুড়ে ছিলেন ডিরেক্টর ড. সন্দীপ চক্রবর্তী। কারণ, এই সংগ্রহশালাটি যে তাঁর বহু বছরের স্বপ্নের ফসল। যার জন্য নিজের সারা জীবনের উপার্জন এবং সঞ্চয়ের একটা অংশও খরচ করে দিয়েছেন তিনি। সেইসঙ্গে এই সংগ্রহশালার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগে তিনি সংগ্রহ করে এনেছেন মহাকাশ সম্পর্কিত একাধিক দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য জিনিসপত্র।
নানান খবর

নানান খবর

জিনগত কারণেই অ্যাজমা রোগের শিকার শিশুরা নাকি রয়েছে বড় কোন কারণ? কীভাবে নিরাময় সম্ভব, জানুন বিশেষজ্ঞদের মত

আইএসসি-তে শীর্ষ স্থান অধিকার করল কলকাতার মেয়ে সৃজনী, কিন্তু তার নেই কোনও পদবি, কেন?

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪